নানান বাধা বিপত্তি অতিক্রম করেও প্রভাস ও কৃতি অভিনীত ছবি আদিপুরুষ মুক্তি পেয়েছে। বিপুল অর্থাৎ রামায়ণের নতুন সংস্করণে প্রবাসের মতো অভিনেতা অভিনয় করেছেন এই আদিপুরুষ ছবিটি মুক্তি পাওয়ার আগে দর্শক এবং অনুরাগীদের মধ্যে ছবি নিয়েছিল এক দারুণ উন্মাদনা। কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহের পর থেকেই প্রেক্ষাগৃহ প্রায় ফাঁকা বললেই চলে। নির্মাতারা টিকিটের দাম কমিয়ে দিলেও কোন লাভ হয়নি তাতে। প্রভাসে কয়েকটি ছবি পরপর বক্স অফিসে মুক্ত করে পড়ছে এর অর্থ কী দক্ষিণী বিনোদন জগতে জমি হারাচ্ছেন প্রভাস?
বাহুবলী ছবির মাধ্যম দিয়েই দর্শকদের নজরে এসেছিলেন প্রভাস। বাণিজ্যিক সাফল্য এবং সমালোচকদের প্রশংসায় তারকা তকমা পেয়েছিলেন তিনি। তার ভাগ্য ফেরেনি আদিপুরুষের হাত ধরেও। তারপরের ছবি প্রজেক্ট কে সেখানে তার সঙ্গে অভিনয় করছেন অমিতাভ বচ্চন কমল হাসান দীর্ঘপারুকনের মতন তারকারা সেখানে তিনি ১৫০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন তা তিনি পাবেন কিনা তা নিয়ে চলছে এখন সন্দেহ। শোনা গিয়েছে আদি পুরুষের ব্যর্থতার পরেও প্রভাসের কাছে কেডি দা টেবিল ছবির প্রস্তাব গিয়েছে সেখানে তিনি ১০০ কোটি টাকা পারিশ্রমিক চেয়ে বসেছেন। নির্মাতারা এত টাকা পারিশ্রমে দেবেন কিনা তা নিয়ে চলছে জল্পনা।
দুঃখিনী বিনোদন জগতে তিনি একজন তারকা একের পর এক ছবি ফ্লপ করলেও তার কাছে নানান ছবির প্রস্তাব যাচ্ছে। তবে তিনি যে হারে পারিশ্রমিক চাইছেন তা নিয়ে তিনি নিজের জায়গায় কতদিন ধরে রাখতে পারবেন এখন এটাই দেখার।