বাংলাদেশ ব্যস্ত হিন্দু তথা ভারত বিরোধী সুর তুলতে। কিন্তু তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এক নতুন বিপদ – আরাকান আর্মি। সে বিষয় থেকে এই মুহূর্তে তারা যদি মুখ ফিরিয়ে থাকে তাহলে বিপদ বাড়বে।
২০১৭ সাল থেকে মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন প্রায় ৮ লক্ষ রোহিঙ্গা। বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে ১২ লক্ষ। তাঁরা বাংলাদেশের কক্সবাজার ও বান্দরবানের ৩৩টি শিবিরে বসবাস করছেন। তবে রাখাইনে এখনও প্রায় ৫ লক্ষ রোহিঙ্গা রয়ে গেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিনিধি খলিলুর রহমান সম্প্রতি বলেছেন, রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে হলে মায়ানমার সরকার ও আরাকান আর্মিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু মায়ানমারের যা পরিস্থিতি তাতে আলোচনার কোনো জায়গা নেই। বিশ্লেষকরা মনে করছেন, ভবিষ্যতে রাখাইন প্রদেশে আরাকান আর্মি প্রভাবশালী শক্তি হিসেবে আবির্ভূত হবে। ফলে তাঁদের সহযোগিতা ছাড়া এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান অসম্ভব। কিন্তু এই বিষয়ে ততটা তৎপর নয় ইউনুস সরকার।