অগ্নিগর্ভ বাংলাদেশ।সংখ্যালঘু হিন্দুদের প্রায় ভয় আতঙ্কে কাটছে দিন।প্রাণের ভয়ে চোরাপথে ভারতে এসে বনগাঁয় গ্রেপ্তার তিন বাংলাদেশি।তারা আশ্রয় নেয় আত্মীয়ের বাড়িতে।খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় পুলিশ ।পুলিশ গ্রেপ্তার করে ওই তিন জন বাংলাদেশিকে । ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ধৃতদের।সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির ঘটনায় পরিস্থিতি আরও বিগড়েছে। হিন্দুদের উপর অত্যাচার বাড়ছে বলেও অভিযোগ।
এই আবহে বুধবারে চোরাপথে বনগাঁয় পালিয়ে আসে এক দম্পত্তি ও তাঁদের ভাগ্নে।ধৃতদের নাম গীতা মণ্ডল, ভবসিন্ধু মণ্ডল ও তাঁদের ভাগ্নে সুদীপ মণ্ডল।ধৃতরা প্রত্যেকেই ওপার বাংলার গোপালগঞ্জের বাসিন্দা।ধৃতদের দাবি বাংলাদেশে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। সে কারণেই তাঁর বাবা-মা ভারতে পালিয়ে এসেছেন। এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তাঁরা।অনুপ্রবেশকারীরা যাঁর বাড়িতে থাকছিলেন সেই খোকন বিশ্বাস বলেন, “ওদেশে হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছে। বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে। এঁরা ভয়ে এক ভাগ্নেকে সঙ্গে নিয়ে এখানে চলে এসেছেন।