বাংলাদেশ

এবার কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে থাকছে ২৯টি দেশের ছবি, ভুলেও মিস করবেন না এই ছবিগুলি!

সিনেপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে ৪ ডিসেম্বর। শুরু হতে যাচ্ছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ইতিমধ্যেই উৎসবের প্রস্তুতিতে সেজে উঠেছে নন্দন চত্বর ও শহরের নানা প্রান্ত। এবারের উৎসবের মূল বার্তা, “বাংলার মাটিতে বিশ্বের ছবি”, যা বাংলা এবং আন্তর্জাতিক চলচ্চিত্রের মেলবন্ধনকে উদযাপন করবে। এবারের ফোকাস কান্ট্রি ফ্রান্স। উৎসবে কিংবদন্তি ফরাসি পরিচালকদের অসাধারণ কিছু ছবি প্রদর্শিত হবে। ফ্রান্সের সমৃদ্ধ চলচ্চিত্র ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি বিশ্ব সিনেমার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রদর্শনী হবে।

২০২৪ সালের ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কেআইএফএফ) অনুষ্ঠিত হবে ৪ থেকে ১১ ডিসেম্বর। এবারের উৎসবে অংশ নেবে বহু দেশি-বিদেশি সিনেমা। উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে: পার্থেনোপে, পরিচালনা করেছেন পাওলো সোরেন্টিনো। কট বাই দ্য টাইডস(ফেংলিউ ইয়িদাই), পরিচালনা জিয়া ঝাংকে। হান্টিং ডেজ (জুর দ্য শাস), পরিচালনা আনিক ব্ল্যাঙ্ক। দ্য কাউন্ট অব মন্টে ক্রিস্টো (লে কম্ত দে মন্টে-ক্রিস্টো), পরিচালনা মাত্তিউ দেলাপোর্ত ওআলেকজান্ডার দে লা পাতেলিয়ের। আরিলো দে হোমব্রে মুয়ের্তো (ডেড ম্যানস সুইচ),পরিচালনা আলেজান্দ্রো গারবার।
টক্সিক,পরিচালনা সাউলে ব্লিয়ুভাইতে। ইউকিকো আকা,পরিচালনা নাওয়া কুসাবা। স্টাডোটো (তারিকা), পরিচালনা মিলকো লাজারভ। ও ভাজিও দে দোমিঙ্গো আ তার্দে (ব্লিক সানডে আফটারনুনস), পরিচালনা গুস্তাভো গালভাও।

এছাড়া উৎসবে শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি বিভাগে বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান জানানো হবে। “আনহার্ড ইন্ডিয়া” নামে একটি বিশেষ অ-প্রতিযোগিতামূলক বিভাগ থাকবে। আরেকটি বিভাগে মনোজ মিত্র, কুমার সাহানি, ও উৎপলেন্দু চক্রবর্তীর প্রতি শ্রদ্ধা জানানো হবে। চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটি একটি বিশাল আকর্ষণের মঞ্চ হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.