গত সপ্তাহে ঝড়ের কবলে পড়ে ময়নাগুড়ির বহু বাসিন্দা প্রায় সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এই প্রেক্ষাপটে আবারও উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাসে আতঙ্কিত বিপর্যয় বিধ্বস্তরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গল ও শুক্রবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে রাজ্যে।
এছাড়াও, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি হতে পারে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গে আগামী দু-তিনদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তার পর সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। পশ্চিমের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।