শান্তনু প্রথমে জানিয়েছিলেন নাগরিকতা সংশোধনী আইনে তার কোন আবেদন জানানোর নেই। কিন্তু হঠাৎ করেই তিনি শনিবার দিন ১৮০ ডিগ্রি ঘুরে জানান তিনি সিএএ তে দেশের নাগরিকত্বের জন্য আবেদন করবেন। কিন্তু হঠাৎ করেই শান্তনু এমন দাবি কেন?
তিনি প্রমাণ করে দিতে চান যে তৃণমূল দাবি করছে এই আইনে আবেদন করলে পরিচয় পত্র বাতিল হয়ে যাবে, ব্যাংক একাউন্ট থেকে সরাসরি ভর্তুকি বন্ধ হয়ে যাবে, তা সে অসত্য। সি এ এ চালু হওয়ার পরে সান্তনু জানিয়েছিলেন তিনি এবং তার মা-বাবা এই দেশেই জন্মেছেন। কিন্তু তৃণমূল আলোচনার মূলে আসামাত্রই তিনি ঘুরে গেলেন।
তৃণমূল যে অপপ্রচার করছে তা তিনি প্রমাণ করে দেবেন আইনে আবেদন করে, তিনি যে এই দেশের নাগরিকই থাকবেন তাও তিনি প্রমাণ করে দেবেন। শান্তনুর কোথায় বাংলাদেশের কোন নথিপত্র না থাকলে আবেদন জমা দিতে হবে।