ভারত

হার নিশ্চিত, তবুও কেন এনডিএ-র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল ইন্ডিয়া?

মনিপুর ইস্যুতে কংগ্রেস নরেন্দ্র মোদির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। এই অনার্স্থা প্রস্তাব আনা হয়েছে বিআরএসএফ তরফ থেকে। আগামী ১০ দিনের মধ্যে স্পিকারের অনুমতি করে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। কী প্রস্তাব আনা যায়? সরকার চলাকালীন যদি কারোর মনে হয় সেই সরকারের সংখ্যাগরিষ্ঠতা কমেছে তাহলে সরকারের বিরুদ্ধে সেই অনাস্থা প্রস্তাব আনা যায়।

এখানে যদি পঞ্চাশ জনের বেশি সায় থাকে তাহলে স্পিকার সেটিকে গ্রহণ করেন। এই অনাস্থা প্রস্তাব টিকার গ্রহণ করলে ভোটাভুটি হয় এর ওপরে। আর সরকারের পক্ষ যদি তাদের হেরে যায় তাহলে তাকে ইস্তফা দিতে হয়। আর যদি জিতে যায় তাহলে আগের মত নেই সরকার চালাতে পারবে। এই মুহূর্তে মোদির নেতৃত্বাধীন এনডিএ জোটের আসন সংখ্যা ৩৩১ টি। বিজেপির একারই আসন ৩০৩ টি। ইন্ডিয়া জোটের কাছে রয়েছে ১৪৪ টি আসন। এর ফলে বোঝাই যাচ্ছে কোনভাবেই সরকার পড়ার আশঙ্কা নেই।

এর আগে ২৭ বার অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। নেহেরু থেকে মোদি সকলের বিরুদ্ধেই এসেছে এই প্রস্তাব। এই প্রস্তাব সবচেয়ে বেশি ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে আনা হয়েছিল। ২০১৮ সালে মোদির বিরুদ্ধে আনা প্রস্তাবে ১৯৯ ভোটে তারা জয়ী হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.