দিব্যা তনওয়ার একজন তরুণ IAS অফিসার। তিনি মাত্র ২১ বছর বয়সে মাত্র দু’বারের চেষ্টায় ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রথমবার তিনি ৪৩৮ তম স্থান অর্জন করেন এবং দ্বিতীয়বার তিনি ১০৫ তম স্থান অর্জন করেন।
দিব্যা তনওয়ার একজন দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা একজন কৃষক এবং মা একজন গৃহিণী। তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। কিন্তু দিব্যার মা তার পড়ালেখার ক্ষেত্রে কোনো বাধা দেননি। তিনি দিব্যাকে পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করতেন।
দিব্যা তনওয়ার মাধ্যমিক পরীক্ষায় ৯৮% নম্বর পেয়ে পাশ করেন। তারপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেনস কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।
ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য দিব্যা তনওয়ার কোনো কোচিং সেন্টার ভর্তি হননি। তিনি নিজেই পড়াশোনা করেছেন। তিনি প্রতিদিন ৮-১০ ঘন্টা পড়াশোনা করতেন। তিনি বিভিন্ন বিষয়ের জন্য বিভিন্ন বই পড়েছেন। তিনি বিভিন্ন মডেল টেস্ট দিয়েছেন।দিব্যা তনওয়ার তার সাফল্যের জন্য তার মা, শিক্ষক এবং নিজের কঠোর পরিশ্রমকে দায়ী করেন। তিনি বলেন, “কোনো কিছুই অসম্ভব নয়, যদি আপনি কঠোর পরিশ্রম করেন।”