ফুটপাতের কুকুরদের কেউ দেশে রাখে না, ভোটার করে না, আধার কার্ড দেয় না, পরিচয় দেয় না। এই নিরীহ প্রাণীদের জন্যই অস্ত্র হাতে তুলে নিয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়। নিয়েছেন যুদ্ধের শপথ।
তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘পারিয়া’ ছবিতে বিক্রমের চরিত্রের নাম ‘আকাশ’। সে একজন কারখানা শ্রমিক। এক পাইস হোটেলের নিয়মিত খাওয়া-দাওয়া করে সে। হোটেলের মালকিন পাড়ার কিছু কুকুরকে রোজ খেতে দেয়। তার মধ্যে থেকেই এক ছোট্ট কুকুরের সঙ্গে আকাশের বন্ধুত্ব হয়। কিন্তু তার পর এক রাতে এমন কিছু ঘটে যা গল্পের মোড় ঘুরিয়ে দেয়।
আকাশের বন্ধু কুকুরটিকে রাস্তায় কয়েকজন যুবক মারধর করে। আকাশ সে দৃশ্য দেখে প্রতিবাদ করে। যুবকরা আকাশের সঙ্গেও ঝগড়া করে। এই ঘটনার পর আকাশ প্রতিশোধ নেওয়ার শপথ নেয়। সে পথে পথে ঘুরে কুকুরদের বিরুদ্ধে অত্যাচারকারীদের খুঁজে বের করে তাদের শায়েস্তা করে।
ছবির পরিচালক তথাগত মুখোপাধ্যায় জানান, ‘পারিয়া’ শব্দটির আভিধানিক মানে ব্রাত্য। এ দেশে রাস্তার নাম ও গোত্রহীন কুকুরদেরও পারিয়া বলা হয়। সেই কারণেই তিনি নিজের সিনেমার নাম ‘পারিয়া’ রেখেছেন। তিনি বলেন, “ফুটপাতের কুকুরদের প্রতি মানুষের অবিচারের কথা তুলে ধরতেই এই ছবিটি নির্মাণ করেছি। বিক্রমের মতো একজন ডেডিকেটেড অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই খুশি।”