লোকসভা নির্বাচনের শঙ্খ বাজিয়ে দিল বিজেপি মধ্যপ্রদেশের ক্ষমতা ধরে রাখা রাজস্থান ও ছত্রিশগড় থেকে কংগ্রেসকে উপড়ে ফেলে নিজেদের ঘাঁটি গেড়ে তা বুঝিয়ে দিল। রীতিমত গেরুয়া ঝড় উঠেছে তিন রাজ্যে। দুর্নীতি থেকে শুরু করে নানান অভিযুক্ত মূলক কাজে সরব হয়েছেন বিরোধীরা। কিন্তু তা সত্ত্বেও শেষে জয়ের হাসি হাসলো গেরুয়া শিবির।
এর পিছনে মূলত পাঁচটি কারণ রয়েছে সেগুলি হল প্রথমত মোদি ম্যাজিক তার কথায় বা তার প্রতিশ্রুতিতে সাধারণ মানুষ মোটেই আস্থা হারাননি তার দেওয়া কথা সে রাখবেন মনে করেই মানুষেরা তাকে ভোট দিয়েছেন। দ্বিতীয়ত বিজেপির লক্ষ্যই ছিল মহিলা ভোটারদের আস্থা জয় করা সেই কারণেই তারা মহিলাদের জন্য নানান ধরনের সুযোগ-সুবিধা এবং স্কিম চালু করেছিলেন।
তৃতীয়ত হল বিজেপির সাংগঠনিক শক্তি মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে যতই টানাপোড়ন থাকুক না কেন কিন্তু দলের প্রতিটা সদস্যের লক্ষ্য একটাই ছিল। চতুর্থ হল কংগ্রেসের মধ্যে অন্তর কলহকে সুযোগ নিয়ে তাকেই হাতিয়ার করেছে। পঞ্চমত হলো হিন্দুত্ব তাস তা হলো হিন্দি হিন্দু হিন্দুস্তান।