ভারত

মোদির গ্যারান্টির মতই রাখতে হবে মমতার গ্যারান্টি! কবে ইস্তেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল?

 

তৃণমূলের লোকসভা ভোটের ইস্তাহারে মোদি সরকার কিভাবে কৃষি ক্ষেত্রে তাদের দেয়া কথা পালনে ব্যর্থ হয়েছে তাই তুলে ধরা হবে। দলীয় সূত্র খবর, দিল্লির কুসি দখলের হলেও ১২ বছর ধরে মমতার জনকল্যাণমূলক যোজনা গুলিকে আদর্শ হিসাবে তুলে ধরেছেন।

এই ইস্তাহারের মূল থিম হল মোদির গ্যারান্টি টেকসই নয় তবে মমতার করা জনকল্যাণমূলক প্রকল্প অনেক আস্থা দিয়েছে মানুষদের। এখনো পর্যন্ত দলীয় চারটি বৈঠক হয়েছে ইস্তাহারে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই এই দলীয় বৈঠকের মূল বলে জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে এইবারের নির্বাচনের তৃণমূলের তুরুপের তাশ হল লক্ষীর ভান্ডার। এই টাকা শুধু মহিলাদের হাত খরচের জন্যই নয় জীবন বদলাতে চলেছে। এর পাশাপাশি 100 দিনের কাজ এবং কেন্দ্রীয় আবাস যোজনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে টাকা দেয়নি তসরুপ করেছে সেটাই তুলে ধরা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.