এবারে বিজেপি বিধায়কদের গলায় তৃণমূলে বঞ্চনার সুর। এবারে এই ইস্যুতেই শুক্রবার বিজেপির সুকান্ত মজুমদারের কাছে সরব হলেন বিধায়কেরা। তারা সব জানালেন ১০০ দিনের কাজের টাকা না পেয়ে খুবই সমস্যায় রয়েছেন মানুষজন। সুকান্ত মজুমদারের কাছে জানিয়েছেন যত দ্রুত সম্ভব কেন্দ্রকে এই টাকা দেওয়ার কথা বলা হোক।
প্রয়োজনে কেন্দ্র কে চিঠি দেওয়া হোক। তবে আশ্বাস দিয়েছেন সুকান্ত। বাংলায় কৃষক শ্রমিকরা ১০০ দিনের কাজ ছাড়া অনেক যৌথ প্রকল্প এ কাজ করা সত্ত্বেও তার প্রাপ্য টাকা পায়নি। এই অভিযোগে রাজ্যের শাসক দল তথা তৃণমূল কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে একাধিক চিঠি লেখালেখি হয়েছে কিন্তু তা সত্ত্বেও কোন ফল পাওয়া যায়নি।
এবারে তৃণমূলের একই সুরে সুর রয়েছে বঙ্গ বিজেপির বিধায়কেরা। তারা জানিয়েছে জগতের প্রাপ্য টাকা দিয়ে দেওয়া হোক এই বিষয়ে সুকান্ত মজুমদার তাদেরকে আশ্বাস দিয়ে জানিয়েছেন ইউকো দের একটি তালিকা তৈরি করে তাকে দিতে সে প্রধানমন্ত্রীকে সেই তালিকা সহ চিঠি পাঠাবে।