তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ অধিকারী পরিবারের সম্পত্তির তথ্য ফাঁস করলেন। অভিযোগ উঠেছে সাংসদ শিশির অধিকারী নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীকে আলাদা আলাদা সম্পত্তির তথ্য দিয়েছেন। আবার তৃণমূলের মুখপাত্র দাবি করেছেন মাত্র তিন বছরে তার সম্পত্তি ১০ লক্ষ টাকা থেকে বেড়ে হয়েছে 10 কোটি টাকা। আবার কয়েক বছরে তার সম্পত্তি কমিয়ে তিন কোটি টাকা দেখানো হয়েছে।
এই অসঙ্গতিপূর্ণ তথ্য ধরে বাবাকে প্রশ্ন করুন বিরোধী দলনেতা এমনটাই দাবি করেছেন তৃণমূলের মুখপাত্র। কুনাল পাত্র প্রশ্ন করে বলেছেন তার ছেলে পাড়া পড়শীর দিকে আঙ্গুল তুলে কথা বলছে আগে নিজেদের সম্পত্তির তথ্য সঠিকভাবে দিন। শনিবার কুনাল ঘোষ নিজে টুইটারের এক্স স্যান্ডেলে অধিকারী পরিবারকে প্রশ্ন তুলেছেন। কুনাল ঘোষ জানান ২০০৯ সালে নির্বাচনী কমিশন কে শিশির অধিকারী তার সম্পত্তির পরিমাণ দিয়েছিলেন ১০ লক্ষ টাকা।
আবার ২০১২ সালে প্রধানমন্ত্রী দপ্তরের দেয়া সম্পত্তির পরিমাণ হয়ে দাঁড়ায় ১০ কোটিরও বেশি। আবার ২০১৯ সালে সেই পরিমাণ কমে দাঁড়ায় তিন কোটি। তিনি জিজ্ঞাসা করেন এই তথ্য ঠিক না ভুল। এটা কি জাদু চলছে? তারপরেই কুনাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে নিশানা করেছেন। তার অভিযোগ শুভেন্দু বহু লোকের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছে। আগে নিজের বাবাকে প্রশ্ন করুন।