পশ্চিমবঙ্গ

‘অহংকার, আত্মপ্রদর্শনের ওই নমুনাটি সরান!’, বিশ্বভারতীকে ফলক সরানোর পরামর্শ মমতার

 

এবারে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতীর বিতর্কিত ফলক সরিয়ে নেওয়ার জন্য। এই বার্তা মুখ্যমন্ত্রী নিজের এক্স টুইটার হ্যান্ডেল এ দিয়েছেন। শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী নিজের টুইটারে লেখেন,” গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের যে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র বিশ্বভারতী কে তৈরি করেছিলেন তা বর্তমানে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে।”

তার বক্তব্য অনুযায়ী নাম সকলেরই আছে কিন্তু শুধু নাম নেই গুরুদেবের। তার মতে এটা রবীন্দ্রনাথের অপমান। মমতা আবার কেন্দ্র সরকারকে জানিয়েছেন এই অহংকারী আত্মপ্রদর্শন বাদের নমুনাটি সরিয়ে ফেলা হোক গুরুদেব যাতে প্রাপ্য সম্মান পায় সেই দিকটা দেখা উচিত। প্রসঙ্গত সাতাশি সেপ্টেম্বর ইউনেস্কো বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দিয়েছে।

ইউনেস্কো থেকে যে ফলকটা দেয়া হয়েছে তাতে দুটো নাম রয়েছে একটি হলো নরেন্দ্র মোদি এবং অন্যটি হলো উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। কোথাও রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই এই নিয়ে তোলপাড় হয়ে যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে ছবি বুকে নিয়ে ধরনায় বসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.