ফ্ল্যাট প্রতারণা মামলায় বসিরহাটের তৃণমূল সাংসদ তথা নুসরাত জাহান সময়ের আগেই বেলা পৌনে 11 টা নাগাদ ঢোকেন ইডি দফতরে। কিন্তু তিনি বেরোলে বিকেল ৫:১৫ মিনিট নাগাদ। প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে কী কী জিজ্ঞাসা করল নুসরাতকে? কিন্তু নুসরাত সব প্রশ্নের একটিমাত্র জবাব দিয়েই সোজা গাড়িতে উঠে পড়লেন।
দপ্তরে পৌঁছে গিয়েছিলেন দশটা আটচল্লিশ মিনিট নাগাদ কিন্তু তার যাওয়ার কথা ছিল ১১ঃ০০ টায়। তার পরনে ছিল গোলাপি রঙের কামিজ গেরুয়া ওড়না। চোখে মোটা প্রেমের কালো চশমা। সাংবাদিকরা তাকে ঘিরে ধরে থাকলেও তিনি কোন জবাব দেননি।
উল্লেখ্য নুসরাতের বিরুদ্ধে ফ্লাট দেয়ার নাম করে প্রতারণার অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়েছে নুসরাত সেই পদে ডিরেক্টর পদে ছিলেন। এই সমস্ত ২০১৪ থেকে ১৫ সালের মধ্যে প্রায় ৪০০ জন প্রবীণ নাগরিকদের কাছ থেকে টাকা নিয়েছিল। ফ্লাট দেয়ার নাম করে টাকা নেওয়া হয়েছিল কিন্তু এখন অভিযোগ তাদেরকে কোনো রকম ফ্ল্যাট দেয়া হয়নি।