পশ্চিমবঙ্গ

কাটোয়ার রাস্তায় ঘুরছে পূর্ণদৈর্ঘ্যের কুমির! দেখতেই শোরগল স্থানীয়দের মধ্যে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

 

ভাগীরথী নদী থেকে বেরিয়ে সে ঘুরছিল গ্রামের রাস্তায়। লোকজন দেখেই ফের আশ্রয় নেয় ছোট জলাশয়ে। বুধবার প্রায় সাত ঘণ্টার চেষ্টায় কাটোয়ার কালিকাপুর গ্রাম থেকে ১২ ফুট দৈর্ঘ্যের পূর্ণবয়স্ক কুমিরটিকে উদ্ধার করল বনদপ্তর। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। কুমির দেখতে ভিড় স্থানীয়দের।

জানা গিয়েছে, বুধবার ভোর চারটে নাগাদ স্থানীয় বাসিন্দা অভিজিৎ হালদার নামে এক ব্যক্তি ফেরিঘাট যাচ্ছিলেন। তিনি নৌকোর মাঝি। কালিকাপুর থেকে ফেরিঘাট যাওয়ার সময় অভিজিৎবাবু বুঝতে পারেন রাস্তার উপরেই কিছু একটা শুয়ে রয়েছে। অল্প নড়াচড়াও করছে। হাতে ছিল টর্চ। টর্চ জ্বালাতেই অভিজিৎ দেখতে পান, একটি কুমির। তিনি সঙ্গে সঙ্গে দূরে সরে যান। এর পর লোকজনকে ডাকাডাকি করেন। তাঁরা যাওয়ার আগেই কুমিরটি পালায়। অভিজিৎবাবু লক্ষ্য করেন সেটি কাছেই একটি ইঁটভাটার পাশে ডোবায় নেমে পড়েছে।

এর পর স্থানীয়রা দেখেন ডোবায় কুমিরটি। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ বনদপ্তরকে জানায়। সকাল হতেই বনকর্মীরা চলে যান। তার পর জাল ফেলে কুমিরটি ধরার তোড়জোড় শুরু হয়। প্রায় সাতঘণ্টা পর কুমিরটিকে জালবন্দি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.