চতুর্থবার গ্র্যামি জয়। ‘অভিবাসী ভাইবোন’দের পুরস্কার উৎসর্গ করলেন জনপ্রিয় গায়িকা শাকিরা। কুর্নিশ জানালেন অনুরাগীরা। হ্যাঁ, জন্মদিনের আবহেই নয়া পালক জুড়ল পপ গায়িকার মুকুটে। ফের গ্র্যামি জয় করলেন তিনি। Las Mujeres Ya No Lloran অ্যালবামের জন্য সম্মান পেলেন তিনি। তবে তিনি সেটি উৎসর্গ করলেন ‘অভিবাসী ভাইবোন’দের জন্য।
মঞ্চে দাঁড়িয়ে শাকিরা। জেনিফার লোপেজ তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন। পুরস্কার পেয়েই আবেগে ভাসলেন গায়িকা। দর্শকাসন থেকে তখন দেখছেন শাকিরার দুই সন্তান মিলান এবং সাশা। পুরস্কার হাতে বক্তৃতার শুরুতে আমেরিকার ভয়াবহ দাবানলের ক্ষয়ক্ষতি নিয়ে বলেন তিনি। আর তারপরেই সেটিকে উৎসর্গ করেন ‘অভিবাসী ভাইবোন’দের।
তিনি বলেন, “এই পুরস্কারটা তাঁদেরই প্রাপ্য। আমি সবসময় তাঁদের লড়াইয়ের পাশে আছি। আমি কুর্নিশ জানাই প্রতিটি কর্মরত মহিলার পরিশ্রমকেও।” তারকা থেকে অনুরাগী, গায়িকাকে শুভেচ্ছায় ভরিয়েছেন সকলেই।