বিনোদন

১০২° জ্বর গায়ে, তা সত্বেও কনকনে ঠান্ডা জলে কেন গা ডোবালেন কার্তিক আরিয়ান?

গায়ে রয়েছে ধুম ঝড় তা সত্ত্বেও দেশ থেকে পাড়ি দিলেন লন্ডনের কার্তিক আরিয়ান। শুধু তাই নয় এমনকি সেখানে গিয়ে ঠান্ডা জলেও গা ডোবালেন তিনি। চলতি বছরে বক্স অফিসে শেহজাদা ছবিটি মুখ থুবড়ে পড়েছিল। তারপর থেকেই বেশ কিছুটা ঝিমিয়ে গিয়েছিলেন। কিন্তু তারপরে সত্য প্রেম কি কথা ছবিটি বক্স অফিসে বেশ সাফল্য পাওয়ার পর থেকেই পরবর্তী ছবির জন্য তিনি কোমর বেঁধে নেমেছেন।

এবারে কার্তিক জুটি বেঁধেছেন ৮৩ ছবির খ্যাত পরিচালক কবির খানের সঙ্গে। তার আগত ছবির নাম হল চন্দু চ্যাম্পিয়ন। আর সেই ছবির জন্যই অভিনেতা কোনরকম ফাঁক রাখতে চাইছে না। কার্তিকের শরীরের অবস্থা যেমনই হোক পরবর্তী ছবির জন্য কোন বাধাই তাকে থামাতে পারছে না। সেনাবাহিনী প্রাক্তন সদস্য এবং পার্লিংকে স্বর্ণপদক জয়ী ক্রীড়া ব্যক্তিত্ব মুরলীকান্ত পেটকারে জীবনাবলী নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি।

এই ছবিতে প্রথম অভিনয় করার ইচ্ছে ছিল সুশান্ত সিং রাজপুত এর। কিভাবে শারীরিক প্রতিবন্ধকতা কে কাটিয়ে জীবন জয়ী হওয়া যায় সেই নিয়েই তৈরি এই ছবি কিন্তু তার আগেই প্রয়াত হন সুশান্ত ২০২০ সালে। এবারে পেটকারের ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ান কে। ভুল ভুলিয়া টু এর পর সেইভাবে কোন হিট ছবি না থাকায় এই ছবিতেই পাখির চোখ করেছে কার্তিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.