বিনোদন

বাবাকে হারালেন পরিচালক রাইহান রাফী

বাবাকে হারালেন পরিচালক রাইহান রাফী। সমাজমাধ্যমে দুঃসংবাদ জানিয়ে ‘বন্ধু’ পরিচালকের পাশে দাঁড়ালেন অভিনেত্রী তমা মির্জা। পরিচালক-অভিনেত্রীর সম্পর্কের সমীকরণ নিয়ে এক সময় চর্চার শেষ ছিল না। যদিও একে অপরকে বরাবরই ‘ভালো বন্ধু’র তকমা দিয়েছেন দু’জনে। প্রেম না থাকলেও বন্ধুত্বে ভাটা পড়েনি কোনওদিনই। সেই অনুভূতি নিয়েই বন্ধুর পাশে দাঁড়ালেন ‘সুড়ঙ্গ’ ছবির নায়িকা। ফেসবুকে পিতৃবিয়োগের খবর জানিয়ে তমা মির্জা লেখেন, ‘রাইহান রাফীর বাবা আমাদের মধ্যে আর নেই। রাত ২টো বেজে ৩৪ মিনিটে তিনি ইউনাইটেড হাসপাতালে তাঁর শেষ নিশ্বাস ত্যাগ করেন। এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। তাঁকে সিলেটে তাঁদের পারিবারিক কবরস্থানে মঙ্গলবার দাফন করা হবে।’ অভিনেত্রীর সংযোজন, ‘রাফীর জন্য, তাঁর মা সহ গোটা পরিবারের জন্য সবাই প্রার্থনা করবেন যেন এই কঠিন সময়ে তাঁরা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তাঁর কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.