অল্লু অর্জুন আপডেট
*অন্তর্বর্তী জামিন পেলেন পুষ্পা-২ এর নায়ক।
*৫০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর হাই কোর্টে।
*শুক্রবার সকালে অল্লুকে বাড়ি থেকেই পুলিশ গ্রেফতার করে পুলিশ।
*নামপল্লী আদালতে তাঁকে পেশ করা হলে, অল্লুকে ১৪ দিনের জেল হেফাজতের আদেশ দেয়।
*এরপরই তড়িঘড়ি হাই কোর্টের দ্বারস্থ হন অভিনেতা।
*সেখানেই অন্তর্বর্তী জামিন মেলে অল্লু অর্জুনের।