‘বিনোদিনী’ এখন জাতীয়স্তরে! এমনকি তাঁকে স্বাগত জানাতে হাজির দক্ষিণী ইন্ডাস্ট্রি! গত ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। এই ছবি বাংলার বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছে, অনুরাগীদের মাঝেও সাড়া ফেলেছে এই ছবি। তবে এখন বিনোদিনী জাতীয় স্তরে।
সম্প্রতি মুম্বই শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বিনোদিনী’, আর তার পুরো শো-
টাইম শেয়ার করলেন বলিউড-দক্ষিণী ছবির তারকা অভিনেতা রঙ্গনাথান মাধবন। সমস্ত প্রেক্ষাগৃহের নাম-সহ শো-টাইম প্রকাশ করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। টলিপাড়া, বলিপাড়ার পর এবার ‘বিনোদিনী’র মুকুটে যুক্ত হল নয়া পালক। সরাসরি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে খ্যাতি অর্জন করেছে এই ছবি। এদিন দক্ষিণী অভিনেতার শেয়ার করা এই স্টোরিতে দেখা গিয়েছে ‘বিনোদিনী’ ছবির পোস্টার, এবং সেই সঙ্গে তিনি প্রথমেই পরিচালক রামকমল মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি রঙ্গমঞ্চের সম্রাজ্ঞীর জীবনী নিয়ে দীর্ঘ পাঁচ বছরের ভাবনা এবং প্রচেষ্টার সফলতা কামনা করেছেন ‘ম্যাডি’। এই ছবি ইতিহাস গড়বে বলে মনে করেন তিনি। গোটা ‘বিনোদিনী’ টিমের প্রতিও শুভেচ্ছা বার্তা দিতে ভোলেননি তিনি।
তবে এই চরিত্রে অভিনয়ের পর টলি অভিনেত্রী রুক্মিণী মৈত্র বেশ প্রশংসা কুড়িয়েছেন অনুরাগীদের থেকে। এমনকি সহ অভিনেতা অভিনেত্রীরাও মুগ্ধ রুক্মিণীর অভিনয়ে। শুধু তা-ই নয়, বলিউড পরিচালক খোদ আশুতোষ গোয়ারিকরও মুম্বই শহরে ডেকে পাঠিয়েছিলেন রুক্মিণীকে।