রাজনীতিবিদদের বিচারাধীন বিষয়ে মন্তব্য করা উচিত নয়। বিচারপতিরা স্বাধীনভাবে বিচার করতে পারেন, যদি তাদের মন্তব্য শোনা যায় তাহলে বিচারের স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে।
সম্প্রতি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচারাধীন বিষয়ে মন্তব্য না করার কথা বলেছেন। তিনি বলেছেন, “আমি বিচারব্যবস্থা নিয়ে কোনও মন্তব্য করব না। আমি আমার লক্ষণরেখা জানি। আপনারাও সেই রেখা অতিক্রম করবেন না।”
এর আগে, বিচারপতি গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক মন্তব্য করেছেন। এসব মন্তব্য নিয়ে সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে তিনি এই মন্তব্য করেন।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে অনেকে বিচারপতিকেই সীমা সম্পর্কে ঘুরিয়ে বার্তা দেওয়া হিসেবে দেখছেন।