টেলিভিশনের পর্দা থেকে টলিপাড়ায় পা রাখা সৌমিতৃষা কুণ্ডু আজ টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। মিঠাই চরিত্রে অভিনয় করে তিনি সকলের মন জয় করেছেন। তবে সাফল্যের সাথে সাথে তাকে ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে একাধিকবার। কিন্তু এসবের মুখ না ফিরিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
এক সাক্ষাৎকারে সৌমিতৃষা বলেন, “ট্রোলিংয়ে মুখ ফিরিয়ে নেওয়ার কোন মানে হয় না। ভালবাসা পেতে কারই না ভাললাগে। তবে ট্রোলিং? রাতদিন একশ্রেণি যখন কটাক্ষের বন্যা বইয়ে দেয়, তখন কোনও স্টারেরই হয়তো দেখতে ভাল লাগে না। সম্প্রতি একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে আমাকে। তা নিয়ে প্রশ্ন করতেই তিনি হাসি মুখে উত্তর দিলেন, ”না-না, খারাপ কেন লাগবে। কেউ ভালটা বললে ভাল… আর খারাপটা বললে সেটা গ্রহণ করব না? কেউ ভাল মনে বলেন, কেউ আবার আঘাত দিতে বলেন, বুঝতে পারি, তবে জানেন তো যখন ঘুম থেকে উঠে দেখি সৌমিতৃষা নামটা তখন ভাললাগাটাই মনে কাজ করে। মনে হয়, এই তো, মানুষ আমায় নিয়ে কথা বলছেন। ওটাই ভাল লাগে বিশ্বাস করুন। মানুষের মাঝে থেকে যেতে কোন শিল্পী না চায় বলুন তো। যেদিন মুঘ ভেঙে নামটা দেখতে পাই না, বরং সেইদিন চিন্তার কারণ…। কেন কেউ কিছু লিখলেন না আমায় নিয়ে, বললেন না আমায় নিয়ে…।”