গত ১০ দিনে তৃণমূলের অন্দরে নেতাদের মধ্যে প্রকাশ্যে কথা কাটাকাটি বেড়ে যাওয়ায় দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন। বুধবার কালীঘাটের বাড়িতে পশ্চিম মেদিনীপুরের নেতাদের বৈঠকে তিনি জানিয়েছেন, প্রকাশ্যে মুখ খুললে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দরকার হলে ছেঁটে ফেলা হবেও।
বৈঠকে মমতা বলেছেন, দলের মধ্যে কেউ কেউ যেভাবে সামাজিক মাধ্যমে অন্য অংশের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, তা তিনি ভাল ভাবে নিচ্ছেন না। দলের মধ্যে উপদল তৈরির প্রবণতা থেকে যেভাবে হোয়াট্স অ্যাপ গ্রুপ তৈরি হচ্ছে, তাও অবিলম্বে বন্ধ করতে হবে।
মমতা আরও বলেছেন, তৃণমূলে গণতন্ত্র আছে। ফলে যা বলার দলের অভ্যন্তরেই বলতে হবে। সংবাদমাধ্যমে তা বলা যাবে না।
মমতার এই কড়া বার্তাকে কেন্দ্র করে দলের অন্দরে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, লোকসভা ভোটের আগে যেভাবে তৃণমূলের বিভিন্ন স্তরে যেমন খুশি বিবৃতি দেওয়া হচ্ছিল, তাতে ক্ষুব্ধ মমতা। তাই তিনি নিজে ‘রাশ’ টেনে ধরতে চেয়েছেন।