আগামী বছরের লোকসভা নির্বাচনে ৫০ শতাংশ ভোট পেতে চায় বিজেপি। এই লক্ষ্য অর্জনের জন্য দলের নেতা-কর্মীদের ‘মিশন মোড’-এ কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্র ও শনিবার বিজেপির জাতীয় পদাধিকারীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রীরা এবং দলের অন্যান্য শীর্ষ নেতারা।
বৈঠকে মোদী বলেন, ২০১৪ সালে বিজেপি মাত্র ৩১ শতাংশ ভোট পেয়েছিল। ২০১৯ সালে সেই হার বেড়ে ৩৭.৩৬ শতাংশে দাঁড়ায়। এবার ৫০ শতাংশ ভোট পেতে হলে দলের নেতা-কর্মীদের আরও বেশি পরিশ্রম করতে হবে।
মোদী বিরোধীদের নেতিবাচক প্রচার মোকাবেলায় দলের নেতাদের আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। সেই বিষয়গুলো তুলে ধরে বিরোধীদের প্রচারকে মোকাবেলা করতে হবে।