মোদিকে শ্রমিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শোনা গিয়েছে তিনি প্রথমেই সকলকে অভিনন্দন জানিয়েছেন। তারা যে একটা এত বড় সংকট কাটিয়ে উঠতে পেরেছে তার জন্য তিনি সত্যিই আনন্দিত। খারাপ কিছু হয়ে গেলে তার পক্ষে পুরো ঘটনাটা সামলানো সত্যিই কঠিন হয়ে যেত। সমস্তটাই কেদারনাথের বাবা রক্ষা করেছেন। ১৬ থেকে ১৭ দিন সময়টা মোটেই কম নয়, রেলের মধ্যেই ঝামেলা লেগে যায় কিন্তু তা সত্ত্বেও তারা একে অপরে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন।
শ্রমিকদের মধ্যেও একজন তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন তারা ৪১ জন শ্রমিক একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতেন। এমনকি তারা একসঙ্গে খাওয়া দাওয়া করা হাঁটাচলা করা ব্যায়াম করার মতন কাজও তাড়া করেছেন। এর পাশাপাশি তারা উত্তরাখণ্ডের সরকারকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তাদের উদ্ধার করার জন্য।
উল্লেখ্য ১৭ দিন আগে সুরঙ্গের কাজে হঠাৎই ধস নামায় আটকে পড়েছিলেন ৪১ জন শ্রমিক। প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ টানেলে ১৫০ মিটার লম্বা এলাকা জুড়ে ধ্বস নেমেছিল।