তৃণমূল সাংসদ মহুয়া মিত্রের উপরে আরো চাপ বাড়ালো অর্থের বিনিময় সংসদে প্রশ্ন তোলার নিয়ে অভিযোগে। হিরানন্দিনী স্বাক্ষর করা হলফনামায় মেনে নিয়েছেন যে মোদি সরকার এবং আদানি গোষ্ঠীকে অস্বস্তিকর প্রশ্নে ফেলার জন্যেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মিত্র কে কাজে লাগিয়েছিলেন।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভার স্পিকার ওম বিল্লার কাছে জানতে চেয়েছেন মহুয়া মিত্রের প্রশ্ন নিয়ে। ইতিমধ্যেই লোকসভার স্পিকারের তোলা প্রশ্ন মহুয়া মিত্রের বিরুদ্ধে কতটা সত্যি তা নিয়ে খতিয়ে দেখার কথা বলা হয়েছে। এরই মধ্যে প্রকাশ্যে এলো দুবাই কেন্দ্রিক ব্যবসায়ী হীরানন্দানীর হলফনামা।
নিশিকান্ত এবং দেহদ্রাই এর একই অভিযোগ যে মহুয়া হীরার নন্দিনী থেকে অর্থ এবং উপহারের বিনিময়ে এমন কথা বলেছেন। সেই সঙ্গে আবার নাম জড়িয়েছে মোদি এবং শাহের। আবার কৃষ্ণনগরের সংসদ পাল্টা অভিযোগ তুলেছেন নিশিকান্ত এবং দেহদ্রাই বিরুদ্ধে। মহুয়ার দাবি তারা ঘনিষ্ঠ বলে প্রতিশোধ প্রিয়া থেকেই এমন অভিযোগ করছেন।