মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বস্তির নাম বদলে দিলেন। তার যুক্তি বস্তি বলে কিছুই হয় না, সেই কারণেই তুলে দেওয়া উচিত বস্তি কথাটা। কলকাতার মেয়র কে মঙ্গলবার দিন এই নাম বদলের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আবার সেই সঙ্গে সঙ্গে নতুন নামও বলে দিয়েছেন। নতুন নাম হবে উত্তরণ।
মুখ্যমন্ত্রী চেতলা অগ্রণীর উদ্বোধনে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মঙ্গলবার দিন। বিগত কয়েক বছর ধরে তিনি এইভাবেই উদ্বোধন করছেন রাজ্যগুলিতে। এবারে পায়ে চোটের কারণে তিনি কোন পূজা মন্ডপে গিয়েই উদ্বোধন করতে পারবেন না আগেই জানিয়ে দিয়েছিলেন। মঙ্গলবার অর্থাৎ তৃতীয়ার দিন তিনি উদ্বোধন করেছেন মেয়র ফিরা থাকে মেয়ের চেতলা অগ্রণীর পুজো।
উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করে চেতলার যে পোস্টটি তা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পুজোতে। তারা যে যার নিজেদের জায়গা পেয়ে গিয়েছে কিনা। মেয়র জানান পেয়ে গিয়েছে, মমতা জানান পেয়ে গিয়ে থাকলে এ কেয়ার বস্তি বলা যাবে না বস্তি কথাটা তুলে দেবার জন্য। মুখ্যমন্ত্রী এটা মাটির কুটির মায়ের আঁচল ভালোবাসার জায়গা। তাই মুখ্যমন্ত্রী এর নামকরণ করে করেন উত্তরণ।