১৯৮৯ সালের ২৭ নভেম্বর। রানিগঞ্জের মহাবীর কয়লাখনি ভেঙে পড়ে। ৬৫ জন শ্রমিক আটকা পড়েন ভেতরে। উদ্ধারের জন্য শুরু হয় নিরন্তর চেষ্টা। শেষ পর্যন্ত ১০ দিনের চেষ্টায় সফল হওয়া যায়। মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিল ও তার দলের সদস্যরা উদ্ধার করেন শ্রমিকদের।
এই ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে “মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ” সিনেমা। এই সিনেমায় যশবন্ত সিং গিল-এর চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার।গতকাল সিনেমাটি মুক্তি পেয়েছে। এই সিনেমা দেখার পর বাস্তবের হিরোরা স্মৃতিমেদুর হয়ে পড়েছেন। সিনেমাটি দেখে তারা আবার যেন সেই ভয়াবহ দিনের কথা মনে করতে পারছেন।
রানিগঞ্জের বাসিন্দা জগদীশ প্রজাপতি ও বালা প্রজাপতিও সেই ৬৫ জন জীবিত শ্রমিকের মধ্যে ছিলেন। তারা সিনেমা দেখে খুবই খুশি হয়েছেন। তবে, সিনেমায় যেসব শ্রমিক মারা যান, তাদের স্মৃতির জন্য কোনো স্মারক তৈরি করা হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেছেন জগদীশ প্রজাপতি।সিনেমাটি দেখে কয়লা শ্রমিকদের মনে আবার জেগে উঠেছে সেই ভয়াবহ দিনের স্মৃতি। তারা আশা করছেন, এই সিনেমা মানুষকে কয়লা শ্রমিকদের প্রতি আরও সচেতন করবে।