ভারতের ইউপিএসসিকে সবচেয়ে কঠিনতম পরীক্ষার মধ্যে একটি ধরা হয়। প্রতিবছর লাখ লাখ ছেলে মেয়ে এই পরীক্ষায় বসে। কিন্তু উত্তীর্ণ হয় মাত্র কয়েকজন। এমন পরিস্থিতি অতি দরিদ্র ঘর থেকে আসা পরীক্ষার্থীতে উত্তীর্ণ হওয়া সত্যিই অনেক কঠিন হয়ে যায়।
শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে ইউপিএসসি পাশ করেছে একজন আজ সেই গল্পই শোনানো হবে। কোথায় আছে শরীরের প্রতিবন্ধকতা থাকলেও মনের জোরটাই আসল। বালা চেনোনাই এর বাসিন্দা বাবা সেনাবাহিনীর রিটায়ার্ড পার্সন। বর্তমানে তার বাবা একজন ট্যাক্সি চালক। তার মা একজন গৃহিণী। বালা 2011 সালের প্রথম ইউপিএসসি পরীক্ষায় বসে কিন্তু উত্তীর্ণ হতে পারেনি।
হার মানেনি ২০১৬ সালের ৯২৭ নম্বর রেঙ্ক করে তিনি এ গ্রেডে চাকরি পান কিন্তু তার চোখে স্বপ্ন ছিল একজন আইএএস অফিসার হওয়ার। ২০১৮ তে তিনি এক নম্বরের জন্য উত্তীর্ণ হতে পারেননি আবারও তিনি 2019 সালে পরীক্ষায় বসে ৬৫৯ নম্বর রেংক পেয়ে তিনি তার লক্ষ্য পূরণ করেন।