পশ্চিমবঙ্গ

পরে গেল পুজোর ঢাকে কাঠি! পুজোর আমেজ নিতে কলকাতায় প্রতিনিধি পাঠাচ্ছে ইউনেস্কো

 

আগামী 14 অক্টোবর মহালয়া। তার ঠিক তিন দিন আগে কলকাতায় পূজোর প্রাক প্রদর্শনী উদ্বোধন হতে চলেছে। ইউনেস্কোর তরফ থেকে বলা হয়েছে সমস্ত খুঁটিনাটি প্রকাশ করে বিশেষ সবচেয়ে সুন্দর একটি অনুষ্ঠান। দুর্গা পূজার প্রাক প্রদর্শনীর জন্য বাইশটি বাড়াবাড়ি থিম পুজো দুটি সাবেকি পূজোর দুটি বোনেদি ই বাড়ির পুজোকে বেছে নিয়েছেন উদ্যোক্তারা।

এই মন্ডপ শফর চলবে আগামী ১১ থেকে ১৪ ই অক্টোবর সন্ধ্যে ছটা থেকে। এই প্রাক প্রদর্শনী সমস্ত খবরাখবর মিলবে মাস আর্ট বলে একটি মঞ্চের ওয়েবসাইটে। সায়ন্তন মিত্র উদ্যোক্তাদের তরফ থেকে বলেন,” প্রাক পুজো প্রদর্শনই বা প্রিভিউ শো এর জন্য ৬৩ টি বারোয়ারী পূজোর আবেদন পেয়েছিলাম। বিদেশি শিল্পীদের একটি বিচারক মন্ডলীর দ্বারা এই পুজো গুলিকে বাছাই করেছি। কুমোরটুলি ঠাকুর গড়া থেকে শুরু করে বিসর্জন সমস্ত টাই থাকবে।”

এই পুজো গুলির মধ্যে কলকাতার সেরা সেরা পুজো বলি তাও থাকবেই এর সাথে বনেদি বাড়ির মধ্যে থাকবে কলুটোলার রায় বাড়ি এবং জোড়াসাঁকোর দাঁ বাড়ি। ১০ থেকে ১২ টি রাষ্ট্রদূত এই অনুষ্ঠানে যোগদান করবেন। গত বছরেই পুজোর অনুষ্ঠানে কুড়ি হাজার অতিথির ভিড় হয়েছিল। পুজোর ভিড় এড়িয়ে বিদেশিদের জন্য কলকাতার সেরা বিজ্ঞাপন হয়ে উঠতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.