বিনোদন

অভিষেকের বাড়ি ঘেরাও কর্মসূচির ওপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট!

কলকাতা হাইকোর্ট স্থগিত করে দিল অভিষেকের ডাকা বিজেপির বাড়ি ঘেরাও কর্মসূচিকে। ফলে ৫ আগস্ট রাজ্যের সমস্ত ব্লক স্তরে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি আপাতত হচ্ছেনা। বিজেপি কলকাতা হাইকোর্টে এর বিরুদ্ধে মামলা করেছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন।

প্রধান বিচারপতি মামলার শুনানিতে বলেন,” কেউ যদি বলেন কলকাতা হাই কোর্ট ঘেরাও করা হবে তাহলে কি পুলিশ বা সরকার কোন পদক্ষেপ করবে না? কেউ যদি বলে কোথাও বোমা রাখা হবে তাহলে কি পুলিশ কিংবা সরকার কেউ কিছু পদক্ষেপ করবে না?” একুশে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ এর মঞ্চে ১০০ দিনের কাজের টাকা না দেওয়ায় দোসরা কড়েছিলেন বিজেপিকে অভিষেক।

একুশে জুলাই এর প্রসঙ্গ টেনে এনে প্রধান বিচারপতি বলেন রাজ্যের শাসক দল তৃণমূলের শহীদ সমাবেশের জন্য জনজীবন ব্যাহত হয়েছে। বহু আইনজীবী সেই দিন আদালতে পৌঁছাতে পারেননি। বহু কাজ ব্যাহত হয়েছে তার জন্যেই আদালত সুবিধাদের দিয়েছে ৫ই আগস্ট এর কর্মসূচিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.