বিনোদন

লোকসভা ভোটে টিকিট না পাওয়ায় কি সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট নুসরাতের? কী রয়েছে সেখানে?

তৃণমূল কংগ্রেস ব্রিগেডের ‘জনগর্জন’ সভা থেকে রবিবার লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। নুসরত জাহানের নাম নেই ৪২ টি কেন্দ্রের প্রার্থী তালিকায়। নুসরাত বসিরহাট কেন্দ্রে সাংসদ থাকলেও এবারের তৃণমূলের প্রার্থী তালিকায় তার নাম নেই, বরং তার বদলে ভোটে লড়বেন হাজি নুরুল ইসলাম। সন্দেশখালি নুসরাতের লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে, যেখানে নারী নির্যাতনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছিল। এই সময় সন্দেশখালি তার সাংসদ নুসরাত কে কাছে পায়নি। সেখানে না যাওয়ার কারণে তাকে সাফাই  দিতে হয়। যদিও সেটির জন্য তাকে ট্রোলের মুখে পড়তে হয়।

নুসরাতের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য অনেকের অনুমান ছিল যে তিনি এবারের লোকসভার জন্য মনোনয়ন পাবেন না এবং সেই অনুমানই সত্যি হয় রবিবার।

তিনি যে লোকসভা পদের প্রার্থী হতে চান এমন ইচ্ছে তিনি প্রকাশ করেননি আবার লোকসভার প্রার্থী হতে চান না এমন কথাও তিনি স্বীকার করেননি। তবে প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ইঙ্গিত পূর্ণ ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায় তিনি উদাস ভঙ্গিমাতে বসে রয়েছেন এবং সামনে টেবিলে রাখা রয়েছে নানা ধরনের খাবার, পানীয়। পাউরুটি, লেটুস এবং অন্যান্য উপাদান দিয়ে তৈরি একটি টক স্বাদের বিশেষ পদ। এবং একটি প্লেটে রয়েছে সাওয়ারডো। ছবির নিচে তিনি বলতে চেয়েছেন যে তিনি টক মানুষের চেয়ে সাওয়ারডো বেশি পছন্দ করেন। এখন এটি বলে তিনি দলকে কোন বিশেষ খোঁচা দিতে চেয়েছেন কিনা সে প্রশ্নের উত্তর একমাত্র বিদায় সংসদই বলতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.