ভিকি কৌশলের পরিবর্তন দেখে রীতিমতো হতচকিত স্ত্রী ক্যাটরিনা কইফ! ‘ভ্যালেন্টাইন্স ডে’-র দিন বড়পর্দায় আসছে ভিকি কৌশলের নতুন ছবি ‘ছাবা’। তবে এ বার ছবি মুক্তির আগেই স্বামীর সম্পর্কে ঠিক কী বললেন ভিকির রিয়েল লাইফ ‘ভ্যালেন্টাইন’?
হাতে মাত্র আর একদিন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কখনও ওয়াহেগুরুর আরাধনা, কখনও আবার ছবির প্রচারে ব্যস্ত ভিকি। অন্যদিকে, রিল লাইফের স্ত্রী রশ্মিকা মন্দনার পায়ে চোট থাকায়, তাঁর খেয়াল রাখতেও ভোলেননি অভিনেতা। তবে, ছবির কাজে প্রায়শই দক্ষিণী তারকার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন বলি অভিনেতা। প্রথমবার তাঁদের জুটি একসঙ্গে বড়পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। কিন্তু তাঁদের জুটি এবং ‘ছাবা ‘ দেখতে ঠিক কতটা আগ্রহী ক্যাটরিনা?
লক্ষ্মণ উতেকর পরিচালিত, এই ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি। এই চরিত্রের জন্য নিজেকে তৈরি করেছেন ভিকি। শুধু মানসিক দিক থেকে নয়, তাঁকে আনতে হয়েছে শারীরিক পরিবর্তনও। জানা গিয়েছে, অভিনেতাকে তাঁর স্বাভাবিক ওজনের আরও ২৫ কেজি ওজন অর্জন করতে হয়েছে।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে, ভিকি একথা সংবাদমাধ্যমকে জানানোর সময় তাঁর মনে পড়ে যায়, তাঁর শারীরিক পরিবর্তনের জন্য ক্যাটের প্রতিক্রিয়া। ভিকি জানান, এর ফলে বেজায় খুশি স্ত্রী ক্যাটরিনা। শুধু তাই নয়, ‘ছাবা’র যত পোস্টার আসত, সবকটিতেই চার থেকে পাঁচটা ‘লাইক’ থাকত পত্নী ক্যাটরিনার তরফে।
বলি অভিনেতা নিজের স্ত্রী সম্পর্কে আরও জানান, ২০২৬ সালে আসছে ভিকির নতুন ছবি ‘মহাবতার’। সেখানে নাকি দাড়ি রাখতে হবে ভিকিকে। অভিনেতাকে এই লুকে দেখতে নাকি এখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্যাটরিনা।