নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দন প্যাকের উপকারিতা
বাড়িতে বানানো চন্দন প্যাক লাগানোর আরও উপকারিতা আছে। কী সেই উপকারিতা? এতে কোনও কেমিক্যাল ব্যবহার করা হয় না, ফলে ত্বক খারাপ হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে না। তা ছাড়া আপনারা দৈনন্দিন যেসব বাজার চলতি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন তাতে একটু নজর ফিরিয়ে দেখুন, অনেক কিছুতেই চন্দনের উপস্থিতি পাবেন।
নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের প্যাক
সঙ্গত, চন্দন শুধু ফর্সা হতেই সাহায্য করে না, সেই সঙ্গে ত্বকের টেক্সচারের উন্নতি ঘটাতে এবং ত্বকের দাগ কমাতেও সাহায্য করে। রক্ত চন্দনের নানাবিধ গুনাবলির জন্য যুগ যুগ ধরে এটি ব্যবহার হয়ে আসছে। খাঁটি ও অরগানিক রক্ত চন্দন দিয়েই রূপচর্চা হয়ে যাক তাহলে! এবার জেনে নেওয়া যাক কেমন ধরনের চন্দন ফেইস প্যাক ব্যবহার করলে নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে পারেন আপনিও।
১) চন্দন এবং হলুদ
নিখুঁত সুন্দর উজ্জ্বল ত্বক পেতে চন্দন, হলুদ ও দই –
আপনি যদি কম দিনে আপনার ত্বককে উজ্জ্বল বানাতে চান তাহলে অবশ্যই ব্যবহার করুন এই ফেইস প্যাক-টি। চন্দন এবং হলুদ, হয় দই অথবা দুধের সঙ্গে মিশিয়ে বানিয়ে ফেলুন একটা পেস্ট। তারপর লাগিয়ে ফেলুন মুখে। ব্যস, তাহলেই দেখবেন আপনার ত্বক হয়ে উঠছে উজ্জ্বল।
২) চন্দন ও নিম
নিখুঁত সুন্দর উজ্জ্বল ত্বক পেতে চন্দন ও নিম –
নিম পাউডারের সঙ্গে চন্দন পাউডার এবং পানি মিশিয়ে বানিয়ে ফেলুন পেস্ট। তারপর ধীরে ধীরে লাগান মুখে। আপনার যদি ব্রণের সমস্যা থাকে তাহলে তা কমাতে এই প্যাকটি ম্যাজিকের মতো কাজ করবে।
৩) চন্দন ও গোলাপ জল
নিখুঁত সুন্দর উজ্জ্বল ত্বক পেতে চন্দন ও গোলাপ জল –
ত্বককে আদ্র রাখতে এই প্যাকটি দারুণ কাজে দেয়। কিভাবে বানাবেন এই প্যাক? খুব সহজ! চন্দন পাউডারে সামান্য গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে প্রতিদিন নিয়ম করে মুখে লাগান। তাহলেই দেখবেন ত্বক কেমন সুন্দর হতে শুরু করেছে।