ফের উত্তপ্ত বাংলাদেশ। প্রথমে ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বরের বাড়িতে প্রথমে ভাঙচুর চালানো হয়। এমনকি তা পুরোপুরি গুঁড়িয়ে দেন বিক্ষোভকারীরা। আগুন লাগিয়ে দেওয়া হয় ধানমন্ডিতে হাসিনার বাড়ি সুধা সদনেও। ছাড় পেল না বিনোদন জগতও। বৃহস্পতিবার ধানমন্ডি থেকে আটক করা হল প্রয়াত হুমায়ন আহমেদের স্ত্রী, অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে। কিন্তু এর নেপথ্যে কারণ? কী অভিযোগ রয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে?
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক ‘প্রথম আলো’কে জানান, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগেই আটক করা হয় তাঁকে।