অফবিট

ত্বক ও চুলের যত্নে আরগান অয়েল কতটা বেনিফিসিয়াল জানেন কি?

আরগান অয়েল আসলে কী?

মরক্কোর আরগান গাছের ফল ( বাদামজাতীয় ) থেকে পাওয়া যায় এই তেল। বিশেষ পদ্ধতিতে তেল নিষ্কাশন করা হয় যাতে প্রাকৃতিক গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। আরগান তেলে ভিটামিন এ এবং ভিটামিন ই, ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড, অলিক অ্যাসিড এবং লিনোলিক অ্যাসিডের মতো অ্যান্টি অক্সিডেন্ট থাকে। ত্বক ও চুলের যত্নে আরগান অয়েল এতটাই উপকারী, সেজন্য এটিকে বলা হয় ‘লিকুইড গোল্ড’।

 

 

 

ত্বকের যত্নে এর উপকারিতা

আরগান অয়েল ত্বকের হাইড্রেশন লক করে রাখে, বয়সের ছাপ এবং বলিরেখা কমায়, ফ্রি র‌েডিক্যালের (সূর্য এবং দূষণের ক্ষতি) বিরুদ্ধে লড়াই করে, ত্বকের ইরিটেশন কমায় এবং ত্বককে কোমল রাখে। আরগান অয়েল নন-কমেডোজেনিক। অর্থাৎ এটা আপনার স্কিনের পোরস ক্লগ করবে না! ড্রাই স্কিনের পাশাপাশি নরমাল টু কম্বিনেশন স্কিনেও ইউজ করা যায় এই অয়েল। এমন কী আপনার ত্বক তৈলাক্ত হলেও এই তেল ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে, কেননা এটা আপনার ফেইস চিটচিটে করবে না। আরগান অয়েল ড্রাইনেস দূর করে ত্বককে ময়েশ্চারাইজড রাখে। আর অয়েলি স্কিনে অতিরিক্ত সিবাম প্রোডাকশনও কন্ট্রোল করে। যারা অ্যান্টি এজিং স্কিন কেয়ার রুটিন ফলো করতে চাচ্ছেন, তাদের জন্য এই তেলটি কিন্তু মাস্ট হ্যাভ।

 

চুলের যত্নে এর উপকারিতা

আরগান অয়েল ভিটামিন ই সমৃদ্ধ, যা চুল এবং মাথার ত্বকের শুষ্কতা প্রতিরোধে সাহায্য করে এবং চুলের ফ্রিজিনেস কমিয়ে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। আরগান অয়েল চুল ভেঙে যাওয়া কমায়, চুলের আগা ফাটা এবং হেয়ারফল কমিয়ে চুলকে ঘন করে তোলে। যেকোনো ক্যারিয়ার অয়েলের সাথে মিক্স করে এটি ইউজ করা যায়।

 

আমার পছন্দের আরগান অয়েল

বাজারে অনেক ব্র্যান্ডের আরগান অয়েল আছে। এর মধ্যে আমার সবচেয়ে পছন্দ Skin Cafe 100% Pure & Natural Argan Oil, কেননা স্কিন ক্যাফে আরগান অয়েলের ইনগ্রেডিয়েন্ট হলো ১০০% মরক্কান আরগান অয়েল। ৫০ মি.লি. এর কালচে রঙের বোতলে আসে এই তেলটি। স্কিন ক্যাফে বাংলাদেশী ব্র্যান্ড হলেও এর কোয়ালিটি এবং প্যাকেজিং বেশ প্রিমিয়াম। ড্রপার থাকায় ফোঁটায় ফোঁটায় খুব সহজেই যতটুকু প্রয়োজন ততটুকুই তেল বের করতে পারি। কনসিস্টেন্সি একটু ঘন, যার কারণে পরিমাণে খুবই কম লাগে।

 

 

 

ত্বক ও চুলের যত্নে আরগান অয়েল কীভাবে ব্যবহার করা যায়?

হেয়ার কেয়ারে

১. আরগান অয়েল হেয়ার মাস্ক

হেয়ার মাস্ক বানানো অনেকে ঝামেলা মনে করেন অনেকেই। কিন্তু আরগান অয়েল দিয়ে খুব ইজিলি হেয়ার মাস্ক বানিয়ে ফেলতে পারবেন যা সহজেই চুলকে করবে সফট আর শাইনি। এক্ষেত্রে কয়েক ফোঁটা স্কিন ক্যাফে আরগান অয়েল আর স্কিন ক্যাফে কোকোনাট অয়েল হাতের তালুতে নিয়ে চুলের গোড়া থেকে পুরো চুলে ১০ মিনিট ম্যাসাজ করে নিতে হবে। এরপর ৩০-৪০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে নিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.