দার্জিলিংয়ে তুষারপাত আর কলকাতায় শীত গায়েব! আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন বোঝা যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ চার জেলাতে। দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা। রবিবার কুয়াশার সম্ভাবনা আরও বাড়বে।
আলিপুর আবহাওয়া অফিসের তথ্য বলছে, শুক্রবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৪ ডিগ্রি সেলসিয়াস। সেখানে পুরুলিয়া ৬.১। ঝাড়গ্রাম (৮.৫), শ্রীনিকেতন (৮.৬), বর্ধমান ও আসানসোলের (৯.৬) মতো দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জায়গাতেও সর্বনিম্ন তাপমাত্রা সিঙ্গল ডিজিটে নেমে এসেছে। ঠান্ডার নিরিখে দক্ষিণবঙ্গের এই এলাকাগুলি পাল্লা দিয়েছে উত্তরবঙ্গের বাগডোগরা (৮.৬), কালিম্পং (৯.৫), জলপাইগুড়ি (৯.৪), কোচবিহারকে (৯.৭)। তবে আবহবিদরা জানাচ্ছেন, ঠান্ডার এই দৌড় দক্ষিণবঙ্গে আপাতত সাময়িকই।