বিনোদন

আসছে প্রজাপতি ২ – কিছু সময়ের অপেক্ষা

বাংলা সিনেমায় এখন প্রায় একছত্র আধিপতি হয়ে উঠছেন দেব। তাঁর পর পর হিট ছবি। শেষ হিট ছবি ‘খাদান’- যা এখনও হাউজফুল যাচ্ছে। নতুন বছরে দেবের একাধিক ছবি আসছে। নতুন বছরের শুরুতে রঘু ডাকাত-এর মুক্তির সময়ও জানিয়ে দিয়েছেন দেব। তবে এখনও আরও এক নতুন গল্প বলা বাকি। যে গল্পে উড়বে প্রজাপতি! হ্যাঁ, ঠিক এমনটিই ঘটতে চলেছে। রঘু ডাকাত-এর পাশাপাশি নতুন আরও এক ছবির ঘোষণা করলেন দেব। পরিচালক ও প্রযোজককে সঙ্গে নিয়ে দেব জানিয়ে দিলেন নতুন বছরেই আসছে ‘প্রজাপতি ২’। ‘প্রজাপতি’ বক্স অফিসে দারুন ব্যবসা দিয়েছে। আর এখন তো সিনেমা জগতে একটা স্টাইল একই সিনেমার ২ পরে ৩ প্রকাশ করে বিস্তর মুনাফা অর্জন।

আসল কথা হলো ভক্তকুল তৈরী করা। দেব নিজের যোগ্যতায় তৈরী করেছেন বিশাল এক ভক্তকুল। সম্ভবত ‘চাঁদের পাহাড়’ থেকেই তাঁর এক শ্রেণীর বিশেষ ভক্ত তৈরী হয়েছে। আসলে এবারের শীতে আসার কথা ছিল অতনু রায়চৌধুরী, দেব, অভিজিৎ সেনের ছবি প্রতীক্ষা। সেই ছবিরই নাম বদলে হল ‘প্রজাপতি ২’। সূত্রের খবর, আগের ছবির সিক্যুয়েল এটি। সেই অনুযায়ী দেবের বাবার চরিত্রে আবারও মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে। আগস্ট মাসে দেব ও মিঠুন চক্রবর্তীর এই ছবির ঘোষণা করা হয়। ছবিতে বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিনকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। শোনা গিয়েছিল, নভেম্বর মাসের ১৯ তারিখ ছবির শুটিং শুরু হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.