স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।সেনগুপ্ত পরিবারে সবাই আনন্দ করে হাসি ঠাট্টা করছে সিঙ্গারা খাচ্ছে। ঠিক এই সময় মিশকা এসে বাড়ির সকলকে জানায় সে আর আনন্দ ধরে রাখতে পারছে না। সূর্য এবং মিশকার স্যার এসে জানালো তাদের সন্তানের ডিএনএ ম্যাচ করে গেছে।
সূর্য দীপাকে খাইয়ে দিচ্ছিল ভালবেসে ঠিক এই সময় পুলিশ এসে সূর্যকে গ্রেফতার করে নিয়ে যাবে জানায় কিন্তু দীপা তাদের বাধা দেয়। দীপা কিছুতেই বিশ্বাস করতে পারে না সূর্য এমন কাজ করতে পারে।
দীপাক সূর্যকে হাত ধরে জিজ্ঞাসা করছে সেই দিন ঠিক কী ঘটেছিল? দীপা বুঝতে পারলো মিশকার এখানে বড় হাত আছে। সেই সমস্ত ষড়যন্ত্র করেছে কিন্তু সূর্যর ভয় মিশকা তার দীপা সোনা ও রুপার ওপার কোনো বড় ক্ষতি না করে দেয়। সূর্য এই মুহূর্তে জেলে রয়েছে। সূর্য রীতিমতো ভেঙে পড়েছে। কিন্তু দীপা সূর্যকে সাহস জাগিয়ে জানাচ্ছে সে তার পাশে আছে।