অলস মেয়েদের জন্য বিউটি হ্যাকস
লাইফকে ইজি করতে কিছু বিউটি হ্যাকস ম্যাজিকের মতো কাজ করে। হাতে সময় কম, ঝটপট রেডি হতে হবে বা স্কিন প্রবলেম ফিক্স করতে হবে! এই সময়ে কুইক হ্যাকস দারুণ কাজে দেয়। চলুন জেনে নেই তাহলে।
১) ৫ মিনিটেই দূর করুন আই পাফিনেস
রাতে ঘুম ভালো হয়নি? আন্ডার আই পাফিনেস কীভাবে কমানো যায়, সেটা নিয়ে ভাবছেন? চিন্তা নেই! গ্রিন টি ব্যাগ গরম পানিতে ভিজিয়ে নিন প্রথমে। এবার ঠান্ডা হলে চোখের উপর টি ব্যাগ দিয়ে ৫ মিনিট চোখ বন্ধ করে রাখুন। ব্যস, নিমিষেই দূর হবে চোখের ফোলাভাব।
২) রাতারাতি কমিয়ে আনুন ব্রণ
দেখবেন কোনো বিশেষ দিন বা অকেশনের আগে ফেইসে পিম্পলস উঠবে! মনটাই খারাপ হয়ে যায়। আচ্ছা, রাতারাতি এই ব্রণ বা পিম্পলস কমিয়ে আনার সহজ উপায় জানা আছে কি? ব্রণের উপর সামান্য টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল লাগিয়ে রাখুন, ব্রণের সাইজ আর পেইন খুব দ্রুত কমে আসবে। হাতের কাছে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল না থাকলে বরফ দিয়ে একনের উপর রাব করুন। এতেও কাজ হবে!
৩) ডিহাইড্রেটেড স্কিনকে বলুন বাই বাই
পার্টি অ্যাটেন্ড করতে হবে! কিন্তু স্কিন একদম ডাল আর ডিহাইড্রেটেড দেখাচ্ছে। এখন উপায়? ডিহাইড্রেটেড স্কিনের কুইক সল্যুশন হচ্ছে শিটমাস্ক! কোনো ঝামেলা নেই, প্যাকেট থেকে বের করে সরাসরি কাটিং অনুযায়ী ফেইসে লাগিয়ে নিবেন। এক্সট্রা এসেন্সটুকু গলায়, হাতে লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করে তুলে ফেলবেন, পানি দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। নিজেই ফিল করবেন স্কিন কতটা হাইড্রেটেট ও সফট হয়েছে মাত্র ১৫ মিনিটেই।
৪) ক্র্যাকড লিপস এর সল্যুশন ১০ মিনিটেই
ড্রাই বা ক্র্যাকড লিপসে লিকুইড লিপস্টিক ঠিকমতো বসে না। কালচেভাব দূর করে কীভাবে সফট ও পিংক লিপস পাওয়া যাবে, সেটা নিয়েই ভাবছেন তাই তো? প্রথমে আমন্ড অয়েল দিয়ে একটু ম্যাসাজ করুন। এবার মধু ও চিনি দিয়ে লিপ স্ক্রাব করে নিন। ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর পছন্দের লিপবাম লাগিয়ে নিন। ব্যস, ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন সফট লিপস।
স্কিনকেয়ার নিয়ে আলসেমি?
বেসিক স্কিনকেয়ার রুটিন মেনমেইন না করলে অল্প বয়সেই ত্বকে দেখা দিবে ফাইন লাইনস, রিংকেলস ও ডার্ক প্যাচেস। এটা নিশ্চয়ই চান না? খুব অল্প প্রোডাক্ট দিয়ে কীভাবে একটা মিনিমাল স্কিনকেয়ার রুটিন ফলো করতে পারেন, সেটাই আজ জানাবো। আমার মতো যারা স্কিনকেয়ার নিয়ে আলসেমি করেন, তাদের জন্য বেশ হেল্পফুল হবে আশা করি।