প্রথম দিনও বিতর্কের কেন্দ্রে বিরাট কোহলি। দ্বিতীয় দিনেও তাই। ম্যাচে ঘুরে দাঁড়ানোর মরিয়া প্রচেষ্টা টিম ইন্ডিয়ার, স্টিভ স্মিথের সেঞ্চুরি, তবু শিরোনামে বিরাটই। আউট হয়ে ফেরার সময় অস্ট্রেলিয়ান সমর্থকদের কটাক্ষ সহ্য করতে পেরে ঘুরে দাঁড়ান কোহলি। বোঝা যায় রাগ। কিছু বলেনও। এরপরই নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে নিয়ে যান। এমনকি মাঠে ঢোকার সময়ও কটাক্ষের ও বিদ্রুপের শিকার হন কোহলি। কিন্তু সে’সময় কর্ণপাত করেননি। প্রথমদিনই কনস্টাসের সঙ্গে কাঁধে কাঁধ লাগানোয় জরিমানার মুখে পড়েন তিনি। দ্বিতীয়দিনও বিতর্ক পিছু ছাড়ল না। ক্রমশ যেন বক্সিং ডে টেস্ট উত্তপ্ত হয়ে উঠছে।