‘আমাদের বাজনা বাজানোর মত টাকা নেই বলে কি একটা মাত্র শো দর্শকদের ভালো করে দেখাবার অধিকারও নেই?’ প্রেক্ষাগৃহে অন্য ধারার ছবির জনপ্রিয়তা এবং দর্শকদের উন্মাদনার ধাক্কায় অতিষ্ঠ ‘৫নং স্বপ্নময় লেন’ ছবির দর্শক, সমাজমাধ্যমে ক্ষোভ উগড়ে দিলেন ছবির পরিচালক মানসী সিনহা। কিছুটা বিরক্ত নিজেই সমাজমাধ্যমে লিখলেন, ‘পছন্দের হিরোর ছবি বলে কথা! নিশ্চই নাচবেন, তাই বলে ভেতরে যে একটা অন্য শো চলছে, তার কথা ভাববেন না? এ কেমন ব্যাপার?’ বলাবাহুল্য, শুক্রবার একইসঙ্গে মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি। ‘খাদান’, ‘সন্তান’, ‘চালচিত্র’ এবং সেই সঙ্গে মানসী সিনহার দ্বিতীয় পরিচালনা ‘৫নং স্বপ্নময় লেন’। কিন্তু মানসী সিনহার আক্ষেপ অন্য ছবিগুলিকে ঘিরে উন্মাদনার ভিড়ে ঠিক মতো ছবি দেখতে পারছেন না তাঁর ছবির দর্শক। ফেসবুকে এসে সোজাসাপটা ভাবেই লিখলেন, ‘ ‘না’হয় আমাদের ছবির বেশি হল পাবার যোগ্যতা নেই,
না’হয় আমাদের ফ্যান ক্লাব নেই, না’হয় আমাদের বাজনা বাজানোর মত টাকা নেই, তাই বলে একটা মাত্র শো দর্শকদের ভালো করে দেখাবার অধিকারও কি নেই? আজকে স্টারে মর্নিং শোতে শেষের একটু আগে পৌঁছে দেখি ওরে বাবা! কি আওয়াজ! ফ্যানরা নাচছেন! নিশ্চয়ই নাচবেন। পছন্দের হিরোর ছবি বলে কথা! তাই বলে, ভেতরে যে একটা অন্য শো চলছে তার কথা ভাববেন না, এ কেমন ব্যাপার? এটা খুব খারাপ লাগলো। হল কর্তৃপক্ষ কী করতে পারেন, যদি আমরাই একে অপরের কথা না ভাবি?’ উল্লেখ্য, পোস্টে পরিচালক কারও নাম না নিলেও পরোক্ষভাবে আঙুল উঠেছে দেবের ‘খাদান’ ছবিকে ঘিরেই, এমনটাই অনুমান নেটপাড়ার বাসিন্দাদের। মানসী সিনহার দাবি ‘পুষ্পা’ কিংবা ‘খাদান’ ছবিকে ঘিরে উন্মাদনার জন্য কেন মাশুল গুণতে হবে অন্য ছবিকে?