পশ্চিমবঙ্গ

দায়িত্ব বাড়লো দমদম জিআরপির

পূর্ব রেলের দক্ষিণেশ্বর এবং বরাহনগর স্টেশনের নিরাপত্তা-সহ সামগ্রিক দেখাশোনার দায়িত্ব পেল শিয়ালদহ রেল পুলিশ জেলার অধীনস্থ দমদম জিআরপি থানা।গত সপ্তাহে নবান্নের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে। তার পরেই ওই দুই স্টেশনের দায়িত্ব হাওড়া রেল পুলিশ জেলার বেলুড় জিআরপি থানার হাত থেকে তুলে নিয়েদেওয়া হয়েছে দমদম জিআরপি-র হাতে।কয়েকবছর আগে প্রশাসনিক স্বার্থে এবং যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দু’টি স্টেশনকে বেলুড়ের হাত থেকে দমদমের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল।২৮ নভেম্বরমন্ত্রিসভার বৈঠকে তাতে সিলমোহর পড়ে। এর পরেই ওই নির্দেশ জারি করা হয়।

শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত দক্ষিণেশ্বর এবং বরাহনগর স্টেশন। কিন্তু ওই দুই জায়গায় যাত্রীদের সঙ্গে অপরাধমূলক কোনও ঘটনা ঘটলে তাঁদের অভিযোগ জানানোর জন্য যেতে হত গঙ্গা পেরিয়ে বেলুড়ে।পাশাপাশি, ঘটনাস্থলে দ্রুত পৌঁছতে সমস্যায় পড়ত রেল পুলিশও।এ রকম নানা বিষয় মাথায় রেখে দক্ষিণেশ্বর এবং বরাহনগরকে বেলুড় জিআরপি থানা থেকে সরিয়ে দমদমজিআরপি থানার অধীনে আনার প্রস্তাব দেওয়া হয়। এই পরিবর্তন ফলে দক্ষিণেশ্বর এবং বরাহনগর স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত হবে।পাশাপাশি কোনও অপরাধ ঘটলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারবে দমদম জিআরপি। হাওড়া ডিভিশনের তারকেশ্বর থেকে আরামবাগ পর্যন্ত রেললাইন এবং সেখানকার ১১টি স্টেশনের নিরাপত্তার দায়িত্ব মন্ত্রিসভার তরফে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই লাইনে ট্রেন চালু হওয়ার পর থেকে সেখানকার নিরাপত্তা এবং অপরাধমূলক ঘটনার তদন্ত করছিল স্থানীয় থানা।তারকেশ্বর থেকে আরামবাগ পর্যন্ত প্রায় ৪২ কিলোমিটার অংশের জন্য একটি রেল পুলিশের থানা খোলা হয়েছে তারকেশ্বরে। যা আগে রেল পুলিশের ফাঁড়ি ছিল। ওই অংশটি হাওড়া রেল পুলিশ সুপারের অধীনে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.