স্বাধীনতার আগে পাকিস্তান বলে আলাদা কিছু ছিল না। ১৯৪৭-এ বিভাজনের পর পাকিস্তান নিজ অস্তিত্বে দেশ হয়। বর্তমানে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান। যদিও ভারত বেশ কিছু দিক থেকেই পাকিস্তানের চেয়ে এগিয়ে তবে সামরিক বাহিনীর থেকে কিন্তু পাকিস্তান এগিয়ে রয়েছে ভারতের চেয়ে। দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও পাকিস্তানের কাছে মজুত রয়েছে অস্ত্রসস্ত্র। পাকিস্তানের সেনাবাহিনীতে রয়েছে ৬৫৪,০০০ জন সৈনিক। এমনকি প্রতিবেশী দেশ চীনও সাহায্য করে পাকিস্তানকে। ভারতে ৬০৬টি যুদ্ধ বিমান রয়েছে। পাকিস্তানের কাছে ৩৮৭টি যুদ্ধ বিমান রয়েছে। পাকিস্তানের কাছে ৩৫২টি হেলিকপ্টার রয়েছে ভারতের কাছে ৮৬৯টি হেলিকপ্টার রয়েছে।বিমান বাহিনীতে ভারতের থেকে অনেকটাই পিছনে পাকিস্তান।
ভারতের ১৪০ টি স্ব-চালিত আর্টিলারির তুলনায় পাকিস্তানের ৭৫২ টি স্ব-চালিত কামান রয়েছে। পাকিস্তানের কাছে ৫৭টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে এবং ভারতের কাছে ৪০টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। এই দুটি ক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান। পাকিস্তানের বেশ কয়েকটি সিরিজের ক্ষেপণাস্ত্র রয়েছে যার মধ্যে অনেক ধরনের ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে রয়েছে অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল,ব্যাটলফিল্ড রেঞ্জ বা ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল, যেমন- হাতফ-১, হাতফ-আইএ এবং গজনভি। শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যেমন- আবদালি, শাহীন, শাহীন-১, এবং শাহীন-আইএ। মাঝারি রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেমন- ঘৌরি-১, ঘৌরি-২ এবং আবাবিল। পাকিস্তানের কাছে গ্রাউন্ড-লঞ্চড অ্যান্টি-শিপ এবং অ্যান্টি-সারফেস গাইডেড মিসাইল এবং জাহাজ-লঞ্চড অ্যান্টি-সাবমেরিন রকেট রয়েছে। ভারত ও পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। পরিসংখ্যান অনুযায়ী অ্যাটাক হেলিকপ্টার ও স্ব-চালিত কামান এই দুই ক্ষেত্রে ভারতের থেকে এগিয়ে পাকিস্তান।