লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পরবর্তী যুগে ব্যালন ডি’ অর! ম্যাচের চেয়ে রোমাঞ্চ কোনও অংশে যেন কম নয়! যার শেষটা হল
স্পেন ও ম্যাঞ্চেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজের হাতেই ব্যালন ডি’অর ওঠায়। ৬৪ বছর পর স্পেনের কোনো পুরুষ ফুটবলার হিসেবে ব্যালন জিতলেন রদ্রি। ১৯৬০ সালে বার্সেলোনার স্প্যানিশ তারকা লুইস সুয়ারেজ এই পুরস্কার জিতেছিলেন, স্পেনের পুরুষ ফুটবলে সেটাই ছিল এতদিন একমাত্র। প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচে এসিএল চোট পাওয়ায় ২৮ বছর বয়সী তারকা এসেছিলেন ক্রাচে ভর দিয়েই। তাঁর হাতে বহুকাঙ্ক্ষিত এই গোল্ডেন বল তুলে দিয়েছেন ১৯৯৫ ব্যালনজয়ী ফরোয়ার্ড জর্জ উইয়াহ। রদ্রি এই লড়াইয়ে পিছনে ফেলেছেন ভিনিসিয়ুস জুনিয়রকে। তিনি আগাম বুঝেই আসেননি প্যারিসের অনুষ্ঠানে, এমনকি পুরো রিয়াল মাদ্রিদ দলই প্যারিসের এই অনুষ্ঠান বয়কট করায় নাটকীয়তা চরমে উঠেছিল।