দীর্ঘ দুই সপ্তাহের অপেক্ষার পর অবশেষে ইরানের হাত থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে এসেছেন একজন ভারতীয় নাবিক। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিদেশ মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, আটকে পড়া নাবিকদের মধ্যে একজন, কেরলের ত্রিশূরের বাসিন্দা অ্যান টেসা জোসেফ বৃহস্পতিবারই কোচি বিমানবন্দরে পৌঁছেছেন।
গত ১৩ এপ্রিল ইরানের বিশেষ বাহিনী ‘রেভোলিউশনারি গার্ডস অ্যারোস্পেস ফোর্স’ হরমুজ প্রণালীতে তল্লাশি চালিয়ে একটি ইজরায়েলি জাহাজ আটক করে। ওই জাহাজে মোট ২৫ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে ১৭ জনই ভারতীয়। এই ঘটনার পর থেকেই উদ্বিগ্ন ছিলেন নাবিকদের পরিবার।
পাঁচ দিন জাহাজে আটক থাকার পর অবশেষে দেশে ফিরেছেন অ্যান টেসা জোসেফ।বাকি ১৬ জন ভারতীয় নাবিকের সাথে যোগাযোগ রয়েছে ভারতীয় দূতাবাসের। বিদেশ মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, সকলেই সুস্থ আছেন এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ রয়েছে। ইরানের আধিকারিকদের সাথেও যোগাযোগ চালিয়ে যাচ্ছে ভারত সরকার।