তারিখ ৬ই এপ্রিল, ২০২৪
স্থান নাড়ুয়াবিলা গ্রাম, ভূপতিনগর
ঘটনা এনআইএ আধিকারিকদের উপর স্থানীয়দের হামলা কারণ দুই বছর আগেকার বিস্ফোরণের তদন্তে গিয়েছিলেন এনআইএ আধিকারীরা। অভিযোগ মহিলা ব্রিগেডের ১০০-১৫০ জন অনুগামী লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়।
ক্ষয়ক্ষতি এনআইএ আধিকারীরা আহত, গাড়ির কাচ ভাঙচুর। দাবি বিক্ষোভকারীরা আটক তৃণমূল নেতা বলাই মাইতি ও মনোব্রত জানার মুক্তি চায়। রিপোর্ট পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও এসডিও-র তরফে সিইও অফিসে রিপোর্ট জমা দেওয়া হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে এনআইএ-এর তরফে অভিযানের বিষয়ে পুলিশকে আগে থেকে জানানো হয়নি। পুলিশ পৌঁছানোর আগেই হামলা হয়েছে। ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিকরা ঘটনাস্থলে যান।