গত শুক্রবার রাতে কলকাতার এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হল ফিল্মফেয়ার বাংলা পুরস্কার। এই ঝলমলে অনুষ্ঠানে টলিউডের প্রায় সকল তারকাই উপস্থিত ছিলেন।এবারের ফিল্মফেয়ারে তিনটি সিনেমার জয়জয়কার ছিল। অতনু ঘোষের ‘শেষপাতা’, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী’, এবং ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘মায়ার জঞ্জাল’।
কিছু উল্লেখযোগ্য পুরস্কার হল — সেরা অভিনেতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(‘শেষপাতা’),সেরাঅভিনেত্রী: চূর্ণীগঙ্গোপাধ্যায় (‘অর্ধাঙ্গিনী’),সেরা সহ-অভিনেত্রী: জয়া আহসান(‘অর্ধাঙ্গিনী’),সেরা পরিচালক: অতনু ঘোষ (‘শেষপাতা’),সেরা ছবি: ‘অর্ধাঙ্গিনী'(কৌশিক গঙ্গোপাধ্যায়),সেরা ছবি (সমালোচকদের পছন্দ): ‘মায়ার জঞ্জাল’ (ইন্দ্রনীল রায়চৌধুরী)।এছাড়াও, আরও অনেক বিভাগে পুরস্কার বিতরণ করা হয়েছে।
পুরো পুরস্কার তালিকা হল –সেরা অভিনেতা (সমালোচকদের পছন্দ): মিঠুন চক্রবর্তী (‘কাবুলিওয়ালা’),সেরা অভিনেত্রী (সমালোচকদের পছন্দ): স্বস্তিকা মুখোপাধ্যায় (‘শিবপুর’),সেরা সহ-অভিনেতা: অম্বরীশ ভট্টাচার্য (‘অর্ধাঙ্গিনী’) ও কৌশিক গঙ্গোপাধ্যায় (‘আরও এক পৃথিবী’),সেরা নবাগত পরিচালক: সুমন্ত্র রায় (‘ঘাসজমি’),সেরা নবাগত অভিনেতা: সোহেল মণ্ডল (‘মায়ার জঞ্জাল’),সেরা নবাগত অভিনেত্রী: তাসনিয়া ফারিণ (‘আরও এক পৃথিবী’),লাইফটাইম অ্যাচিভমেন্ট: প্রভাত রায়,সেরা সংলাপ: অতনু ঘোষ (‘শেষপাতা’),সেরা অরিজিন্যাল স্ক্রিপ্ট: ইন্দ্রনীল রায়চৌধুরী, সুগত সিনহা (‘মায়ার জঞ্জাল’),সেরা মৌলিক গল্প: অতনু রায় (‘শেষপাতা’),সেরা সিনেমাটোগ্রাফি: ইন্দ্রনীল মুখোপাধ্যায় (‘মায়ার জঞ্জাল’),সেরা গায়িকা: ইমন চক্রবর্তী (‘আলাদা আলাদা’, ‘অর্ধাঙ্গিনী’) ও অবর্ণা রায় (‘মলয় বাতাসে’, ‘নীহারিকা’),সেরা গায়ক: অরিজিৎ সিং (‘ভাবো যদি’, ‘কাবুলিওয়ালা’),সেরা গীতিকার: অনুপম রায় (‘আলাদা আলাদা’, ‘অর্ধাঙ্গিনী’),সেরা মিউজিক অ্যালবাম: অনুপম রায় (দশম অবতার),সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: দেবজ্যোতি মিশ্র (শেষ পাতা)।