মুম্বইয়ে জন্মগ্রহণকারী এবং আহমেদাবাদে বেড়ে ওঠা জনপ্রিয় অভিনেতা রণিত রায় সম্প্রতি কলকাতায় এসেছেন। বাংলায় এসে তিনি নিজেকে বাঙালি হিসেবে গর্ববোধ করছেন। শুক্রবার কাজলের সাথে কলকাতায় পৌঁছানোর পর শনিবার তিনি বীরভূমের কঙ্কালীতলায় অবস্থিত একান্নটি সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা মন্দিরে দেবী দর্শনে যান।
পুরাণ অনুসারে, মহাদেব যখন সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন, তখন সতীর দেহ ৫১টি খণ্ডে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তার একটি খণ্ড কঙ্কালীতলায় পতিত হয়। এই পবিত্র স্থানে দর্শন পেয়ে রণিত নিজেকে ভাগ্যবান মনে করছেন।সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে রণিত লেখেন, “মা কালী ও ভোলেবাবা আমাকে তাঁদের কাছে টেনে এনেছেন, আর আমি এসেছি। আহা কী দৈব পুজো, মায়ের মন্দিরে আমি লাইনে দাঁড়িয়েছিলাম আর একজন হঠাৎই উদয় হলেন। আমাকে নিয়ে গেলেন মায়ের কাছে। পুরোহিত মশাই পুজো নিলেন। অনেকেই লাইনে দাঁড়িয়েছিলেন। আমি আমার পুজো শেষ করতে পারলাম। ভোলেবাবার জন্যই এই মন্দিরে আসতে পারলাম। তার পর অনুরাগীদের কাছ থেকে এত ভালোবাসা প্রাপ্তি। জয় মা কালী, জয় মহাদেব।”
সূত্র অনুসারে, রণিত ও কাজল নতুন একটি হরর ছবির শুটিংয়ের জন্য বাংলায় এসেছেন। ছবির পরিচালক বিশাল ফুরিয়া, যিনি এর আগে নুসরত ভারুচাকে নিয়ে ‘ছোড়ি’ ছবিটি তৈরি করেছিলেন। জানা গেছে, কাজলের এই ছবির প্রযোজক অজয় দেবগন। গত বছর এই ছবির জন্য নিজেই রেইকি সেরে গিয়েছিলেন অজয়। ছবির নাম ‘মা’ রাখা হয়েছে বলে খবর।দেবী দর্শনের পাশাপাশি রণিত বাংলায় এসে টুকটাক খাবারেও মজেছেন।ঝালমুড়ি ও চায়ের ছবিও পোস্ট করেছেন অভিনেতা।